Oct 1, 2015

যুদ্ধাপরাধের অভিযোগে জাপা এমপি এম এ হান্নান গ্রেপ্তার



একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নান।হান্নানকে বৃহস্পতিবার দুপুরে গুলশানে তার বাড়ি থেকে এবং একই অভিযোগে তার ছেলে রফিক সাজ্জাদকে ওই এলাকার একটি অফিস থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।বাবা-ছেলে দুজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার রফিকুল ইসলাম জানান।

বৃহস্পতিবার বিচারপতি মো. আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হান্নান ও তার ছেলেসহ মোট আট আসামির বিরুদ্ধে এই পরোয়ানা জারি করে।পরোয়ানা জারির পর ঢাকায় হান্নান তার ছেলের পাশাপাশি আরও দুই আসামিকে ময়মনসিংহে গ্রেপ্তার করা হয়েছে।এই মামলার মোট তিন আসামিকে ওই জেলায় গ্রেপ্তার করা হয়েছে।ডা. খন্দকার গোলাম সাব্বির (৬৬), মিজানুর রহমান মিন্টু (৬০) ও হরমুজ আলী (৭০)।সাব্বিরকে জেলা শহরের গুলকিবাড়ি ও মিজানুরকে নওমহল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। হরমুজ আলীকে ত্রিশালের বৈলর এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। 
৮০ বছর বয়সী হান্নান ময়মনসিংহ-৭ আসনের (ত্রিশাল) সংসদ সদস্য। তিনি জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীরও সদস্য।একাত্তরের যুদ্ধাপরাধের চলমান বিচারে এর আগে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আব্দুল জব্বার ইঞ্জিনিয়ার এবং সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ কায়সারের সাজা হয়।যুদ্ধাপরাধে দণ্ডিতদের মধ্যে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী ছাড়া বাকি প্রায় সবাই জামায়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত।
 

No comments:

Post a Comment