বাংলাদেশের বিশিষ্ট শিশু সাহিত্যিক ও লেখক আখতার হুসেন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। তার প্রোস্টেট গ্ল্যান্ডে ক্যান্সার ধরা পড়েছে। চিকিৎসকের
অভিমত বিদেশে পাঠিয়ে উন্নততর চিকিৎসাসেবা প্রদান করা
গেলে তাকে এখনো সুস্থ করে তোলা সম্ভব। ড. আনিসুজ্জামান, শামসুজ্জামান খান, সৈয়দ শামসুল হক, সৈয়দ মনজুরুল ইসলাম, সেলিনা হোসেনসহ
দেশের শিল্প-সাহিত্য ও সংস্কৃতি জগতের অর্ধশতাধিক বিশিষ্ট ব্যক্তি বিদেশে পাঠিয়ে তার সুচিকিৎসার প্রয়োজনীয়
ব্যবস্থা করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আবেদন
জানিয়েছেন।
ছোটদের-বড়দের মিলিয়ে আখতার হুসেনের ৪০টির মতো গ্রন্থ
প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো- 'সমুদ্র
অনেক বড়', 'কেমন
আছো আমার বাংলাদেশ' ইত্যাদি। সম্পাদিত গ্রন্থের মধ্যে রয়েছে 'বঙ্গবন্ধুকে
নিয়ে লেখা ছোটগল্প', 'দুই বাংলার কবিতায় বঙ্গবন্ধু' ইত্যাদি।এছাড়াও
তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর মত ঐতিহ্যবাহী সংগঠনের দলীয়সংগীত “আমরাতো ঐক্যের
দৃঢ়বলে বলীয়ান” এই গানটিরও রচিয়তা।
No comments:
Post a Comment