Oct 10, 2015

সুন্দরবন রক্ষায় সাংস্কৃতিক গণসমাবেশ অনুষ্ঠিত




আজ ১০ অক্টোবর শনিবার বিকেল ৪টায় খুলনা শহীদ হাদিস পার্কে দক্ষিণাঞ্চলের প্রাকৃতিক রক্ষা বর্ম বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষা দাবিতে আয়োজিত সাংস্কৃতিক গণসমাবেশে সভাপতিত্ব করেন সমাবেশ প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যাপিকা দীপা ব্যানার্জী। বক্তব্য রাখেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ডা. আব্দুল মতিন, জাতীয় কমিটি সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, অধ্যাপক . আব্দুল্লাহ হারুন চৌধুরী, পরিবেশ আন্দোলনের নেতা শরীফ জামিল, খান আসাদুজ্জামান মাসুম, হুমায়ুন কবীর, ডা. মনোজ দাস, অ্যাড. বাবুল হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে খুলনার বিভিন্ন ক্রীয়াশীল অর্ধাশতাধিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন সংহতি জানান।
সমাবেশে বক্তারা সুন্দরবন এলাকায় অবৈধ স্থাপনা, বন উজাড়, নদী-খালে বিষ ছিটিয়ে মাছ মারা সহ ধ্বংসের চিত্র তুলে ধরে বলেন, এসব ধ্বংসের কর্মকান্ড অব্যাহত রেখে, নতুন করে সুন্দরবনের কাছে বড় ধরনের কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প করলে সুন্দরবনকে কোনোভাবেই বাঁচানো যাবে নাসুন্দরবন রক্ষায়, সুন্দরবন এর পাশে নির্মানাধীন রামপাল ওরিয়ন বিদ্যুৎ প্রকল্প বন্ধের দাবি জানিয়ে বলেন, এগুলোর প্রয়োজনীয়তা জরুরী হলে দেশের দেশপ্রেমিক বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে সুন্দরবন থেকে নিরাপদ দুরত্বে পরিবেশ বান্ধব ব্যবস্থায় স্থাপন করতে হবে।অবিলম্বে মংলা-ঘশিয়াখালীসহ সকল নৌ চ্যানেল চালু চালু রাখতে নিয়মিত ড্রেজিং এবং সুন্দরবনের মধ্যকার অপরিকল্পিত নৌযান বিশেষত কয়লা, তেল, সার, সিমেন্ট, ফ্লাইঅ্যাশ ইত্যাদি বহনকারী নৌযানের চলাচল বন্ধের দাবি জানান।সুন্দরবনের অভ্যন্তরে নদী-খালে বিষ ছিটানো, অবৈধভাবে মাছ শিকার, কাঠ কাটা, তরিণ বাঘ শিকার বন্ধ করতে এবং অবৈধ দখলদারসহ স্থাপনা উচ্ছেদের আহবান জানান।সুন্দরবন ধ্বংস হলে শুধু দেশের পরিবেশ নয় সারা বিশ্বের পরিবেশ বিপর্যয়ের উপরও প্রভাব পরবে। সুন্দরবন রক্ষায় একটি টেকসই পরিবেশ বান্ধব জাতীয় নীতিমালা প্রণয়ন বাস্তবায়নের দাবি জানান।সুন্দরবন রক্ষা আন্দোলনকে অগ্রসর করতে সচেতন দেশবাসীর প্রতি আহবান জানান
অনুষ্ঠানে দেশের প্রখ্যাত লোক সংগীত শিল্পী সাঈদুর রহমান বয়াতী আবুল বাসার আব্বাসী সুন্দরবন বিষয়ক জারি গণসংগীত পরিবেশন করেন। এছাড়া স্থানীয় শিল্পীবৃন্দ জারি, গণসংগীত, কবিতা নাটক পরিবেশন করেন


সুন্দরবন আমাদের রক্ষা করে, সুন্দরবন রক্ষার দায়িত্ব আমাদের
কিছু মুনাফালোভী দেশি-বিদেশিদের স্বার্থে সুন্দরবনকে ধ্বংস হতে দেব না

No comments:

Post a Comment