প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিকেল ও
ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে আজ প্রধানমন্ত্রী বরাবর
স্মারকলিপি দেওয়ার
জন্য আন্দোলনরত শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়।এরপর সেখান থেকে
মিছিল নিয়ে চারুকলার সামনে আসলে পুলিশ তাদেরকে বাধা দেয়,বাধা অতিক্রম করে শাহবাগ
মোড়ে গেলে পুলিশ আবারও বাধা দেয়।আন্দোলনরত শিক্ষার্থীরা সেখানে বসে পরে ও সমাবেশ
করছে।এখান থেকে একটি প্রতিনিধিদল স্মারকলিপি দেওয়ার জন্য
প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে।
শুক্রবার বিকালে শাহবাগ
জাতীয় জাদুঘরের সামনে এক সংহতি সমাবেশ থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে খালেদ
সাইফুল্লাহ এই কর্মসূচি ঘোষণা করেন।প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার আগে একই
দাবিতে শনিবার সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গণস্বাক্ষর সংগ্রহ,
আলোকচিত্র ও ব্যঙ্গচিত্র প্রদর্শনীর কর্মসূচিও ঘোষণা করা হয়েছিল।
গত ১৮ সেপ্টেম্বর সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর
সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় অংশ নেওয়া ৮৩ হাজার শিক্ষার্থীর মধ্যে
৪৮ হাজার ৪৪৮ জনকে যোগ্য ঘোষণা করে ফল ঘোষণা করা হয় ২০ সেপ্টেম্বর।পরদিন থেকে
প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু
করে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একাংশ।
No comments:
Post a Comment