Oct 12, 2015

আজ থেকে শুরু হচ্ছে সিপিবি-বাসদ এর সুন্দরবন রক্ষা অভিযাত্রা



বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ রামপাল ওরিয়ন বিদ্যুৎকেন্দ্রসহ পরিবেশ বিধ্বংসী অপতৎপরতা রুখে দাঁড়ান দেশি-বিদেশি লুটপাটকারীর কবল থেকে সুন্দরবন বাঁচাতে ১৩-১৭ অক্টোবর ২০১৫ সুন্দরবন রক্ষা অভিযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে।আজ ১৩ অক্টোবর বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে এই অভিযাত্রা শুরু হয়ে ১৭ অক্টোবর বিকেল ৩টায় বাগেরহাটে সমাপনী সমাবেশে মিলিত হবে
১৩-১৭ অক্টোবর সুন্দরবন রক্ষা অভিযাত্রা
১৩ অক্টোবর১৫ মঙ্গলবার বিকেল ৩টায় সন্ধ্যা ৬টায় সাভার বাজার ঢাকা জাতীয় প্রেসক্লাবে সমাবেশ শেষে যাত্রা বাসস্ট্যান্ডে সমাবেশ।
১৪ অক্টোবর১৫ বুধবার সকাল ৯টায় জা:বি: থেকে বিকেল ৩টায় গোয়ালন্দ মোড়ে সকাল ১১টায় মানিকগঞ্জ কোর্ট চত্বরে সমাবেশযাত্রা বিকেল ৪টায় ফরিদপুরে জনসভা।
১৫ অক্টোবর১৫ বৃহস্পতিবার সকাল ৯টায়®সমাবেশ দুপুর ১২টায় মাগুরায়®সকাল ১০টায় মধুখালীতে পথসভা®ফরিদপুর থেকে যাত্রা বিকেল ৫টায় যশোরে জনসভা।
১৬ অক্টোবর১৫®বিকেল ৩টায় ঝিনেদায় সমাবেশ®সমাবেশ ২টায়®সকাল ১০টায় নওয়াপাড়ায় পথসভা®শুক্রবার সকাল ৯টায় যশোর থেকে যাত্রা বিকেল ৪টায় খুলনা হাদিস পার্কে®দুপুর ১২টায় দৌলতপুরে পথসভা®ফুলতলায় পথসভা সকাল ১১টায়®জনসভা।
১৭ অক্টোবর১৫ শনিবার সকাল ১০টায় খুলনা থেকে যাত্রা বিকেল ৩টায় বাগেরহাট/ দিগরাজে সমাপনী সমাবেশ

No comments:

Post a Comment