Oct 5, 2015

ছাত্রদল-ছাত্রলীগের তিন নেতা-কর্মীর যৌথ ধর্ষণ


যশোরের চৌগাছা উপজেলায় ছাত্রলীগ ছাত্রদলের তিন নেতা-কর্মী গতকাল রোববার স্কুল পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় লোকজন গণধর্ষণের শিকার হওয়া ওই কিশোরীকে উদ্ধার করে প্রথমে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে। কিশোরীর বাবা বাদী হয়ে চারজনের নামে থানায় ধর্ষণের মামলা করেছেন।মামলার এজাহারভুক্ত তিনজন আসামিকে স্থানীয় লোকজন পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। আহত অবস্থায় পুলিশ রোববার মধ্যরাতে তাঁদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
অভিযুক্ত তিন যুবক হলেন চৌগাছা পৌর ছাত্রদলের নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি মাহবুবুল হাসান উজ্জ্বল, ছাত্রলীগের চৌগাছা পৌর কমিটির আহ্বায়ক পারভেজ সানি ছাত্রলীগ কর্মী নাঈম মো. শিমুল।উজ্জ্বল চৌগাছা ডিগ্রি কলেজের সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষ, পারভেজ সানি ঢাকা কলেজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষ শিমুল ঢাকার মিরপুর বাংলা কলেজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁরা তিনজন ঘনিষ্ঠ বন্ধু।ধর্ষণের শিকার কিশোরী চৌগাছার একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
ওই কিশোরী পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার কিশোরীটি ফুফুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে ফুফুর এক দেবরের সঙ্গে বাড়িতে ফিরছিল। তাঁরা চৌগাছা শাহাদাত পাইলট স্কুলের মাঠে পৌঁছালে সেখানে আড্ডা দেওয়া উজ্জ্বল, সানি শিমুল তাঁদের পথরোধ করেন। তাঁরা মেয়েটির সঙ্গে থাকা ছেলেটিকে আটকে মারধর করে তাঁর মোবাইল কেড়ে নেন। পরে তাঁরা মেয়েটিকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন। মেয়েটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তিন যুবককে ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আহত অবস্থায় পুলিশ রোববার মধ্যরাতে তিন যুবককে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেএদিকে, ধর্ষকদের বিচার শাস্তির দাবিতে সোমবার চৌগাছা উপজেলা সদরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে

No comments:

Post a Comment