Oct 3, 2015

সিএনজি চালিত পরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সিপিবি-এর বিক্ষোভ

গত ১লা অক্টোবর থেকে সিএনজি চালিত পরিবহনের ভাড়া বৃদ্ধি করা হয়েছে।এর আগে গত ১লা সেপ্টেম্বর থেকে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে।পরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আজ বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা কমিটি প্রতিবাদ সমাবেশ করে।উক্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা কমিটির সভাপতি আব্দুল কাদের,কার্যকরী সভাপতি আশরাফ হোসেন আশু, সাধারণ সম্পাদক ডাঃ সাজেদুল হক রুবেল,সম্পাদকমণ্ডলীর সদস্য জাহিদ হোসেন খান,বিকাশ সাহা প্রমুখ।
এই সমাবেশ থেকে অযোক্তিক ভাবে গ্যাস,বিদ্যুৎ ও পরিবহনের ভাড়া বৃদ্ধির তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানানো হয়।বক্তারা বলেন যে,যেখানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে,সেখানে আমাদের তেলের দাম তো কমছেই না বরং গ্যাস ও বিদ্যুতের দাম অযোক্তিকভাবে বাড়ানো হয়েছে।তারই ফলশ্রুতিতে এখন পরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে।আর পরিবহনের ভাড়া বৃদ্ধি পাওয়া মানে সকল জিনিসের দাম বৃদ্ধি পাবে।সরকার যদি এই গনবিরোধী সিদ্ধান্ত থেকে সরে না আসে তবে আগামিতে দুর্বার আন্দোলনের ডাক দেওয়া হবে।

No comments:

Post a Comment