সৌদি
বাদশাহ সালমান পবিত্র মক্কার
মিনায় শয়তানের প্রতীকী স্তম্ভগুলোতে হজযাত্রীদের পাথর মারা সম্পর্কিত
সমস্ত দৃশ্যের সিসিটিভি (ক্লোজড-সার্কিট টিভি)
ফুটেজগুলো লুকিয়ে রাখার নির্দেশ
দিয়েছেন বলে বিভিন্ন সংবাদ
মাধ্যম খবর দিয়েছে।সৌদি বাদশাহ সালমান
সৌদি নিরাপত্তা বাহিনীকে এই নির্দেশ দিয়েছেন
বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।আরবি-ভাষী মিডল ইস্ট
প্যানারোমার ওয়েব সাইট জানিয়েছে,
‘সৌদি বাদশাহ এমন সময়
এই নির্দেশ দিলেন যখন মিনা
ট্র্যাজেডির কারণ সংক্রান্ত কিছু
ভিডিও ইন্টারনেটে প্রকাশিত হয়েছে।’
সিসিটিভি’র ভিডিও রেকর্ডগুলো
গোপন করার নির্দেশ দেয়ার
আরেকটি কারণ হল, মিনায়
পদদলিত হয়ে হাজার হাজার
হজযাত্রী নিহত হওয়ার ঘটনার
ব্যাপারে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ ও
হজযাত্রীদের পক্ষ থেকে আন্তর্জাতিক
তদন্ত কমিটি গঠনের দাবি
ক্রমেই জোরদার হচ্ছে,
তাই সিসিটিভি’র ভিডিও রেকর্ডগুলো
গোপন করার নির্দেশ দেয়া হয়।সর্বশেষ খবর অনুযায়ী মিনার
ঘটনায় অন্তত দুই হাজার
হজযাত্রী নিহত ও প্রায়
সমসংখ্যক আহত হয়েছেন। নিহতদের
মধ্যে রয়েছে ১৬৯ জন
ইরানি হজযাত্রী। এ ছাড়া এখনও
২০০’রও বেশি ইরানি
হজযাত্রী নিখোঁজ রয়েছেন। মরোক্কোর
৮৭ জন হজযাত্রীও প্রাণ
হারান এই বিপর্যয়ে।পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, ক্যামেরুন,
নাইজার ও আরও অনেকে
দেশের গড়ে প্রায় ২০
জন হজযাত্রী প্রাণ হারিয়েছেন এই
ঘটনায়।
প্রত্যক্ষদর্শীদের
সাক্ষ্যসহ নানা সাক্ষ্য-প্রমাণের
ভিত্তিতে পর্যবেক্ষক, বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা বলছেন,
সৌদি রাজপুত্রের গাড়ি বহরের নিরাপত্তার
জন্য মিনার কয়েকটি রাস্তা
বন্ধ করে দেয়া এবং
ভিড়ের চাপে আহতদের যথাসময়ে
সরিয়ে না নেয়া, মারাত্মক
আহতদের যথাসময়ে হাসপাতালে না নেয়া ও
প্রচণ্ড গরমের মধ্যে পানি
সরবরাহ না করার অভিযোগসহ
নানা অব্যবস্থাপনার অভিযোগ শোনা গেছে
প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া
অনেক হজযাত্রীর কাছ থেকে।মূলত সৌদি কর্তৃপক্ষের
উদাসীনতা ও নানা ভুল
পদক্ষেপ এবং অব্যবস্থাপনার কারণেই
মিনায় ভয়াবহ এই বিপর্যয় ঘটেছে।
No comments:
Post a Comment