Sep 29, 2015

অস্ট্রেলিয়া সিরিজে অপরিবর্তিত থাকছে বাংলাদেশ দল



সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকা সিরিজের অপরিবর্তিত দল ঘোষণা করেছে বিসিবি।অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে আসা নিয়ে শঙ্কার কালো মেঘ কাটেনি এখনও। তবে নিজেদের কাজ গুছিয়ে রাখছে বিসিবি।আনুষ্ঠানিকভাবে দল ঘোষণার আগেই অবশ্য সোমবার দুপুর থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে বাংলাদেশ দলের। প্রথম দিনের অনুশীলনে ছিলেন তাইজুল ইসলামও।১৪ জনের দল থেকে প্রথম দিনের অনুশীলনে ছিলেন ৭ জন।আগামী ৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়ার কথা প্রথম টেস্ট।অস্ট্রেলিয়া দল নির্ধারিত সময়ে বাংলাদেশে না এলেও বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর আশা, সিরিজের ম্যাচগুলোর সূচি বদলাবে না।

প্রথম টেস্টের দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, নাসির হোসেন, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, মোহাম্মদ শহীদ, মুস্তাফিজুর রহমান।

No comments:

Post a Comment